তত্ত্বাবধায়ক পুনর্বহাল রায়ের প্রতিক্রিয়ায় জয়নুল আবেদীন

‘এটা শুধু বিএনপির জয় নয়, মনে হচ্ছে ঈদের দিন’

অনলাইন ডেস্ক: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় ঘোষণার পর বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। এর মানে এই নয় যে শুধু বিএনপি খুশি, আজকে পুরো জাতির জন্য এটা ঈদের দিনের মতো আনন্দের দিন। যে দেশের মানুষ এতদিন ভোট দিতে পারেনি, তারা এখন ভোট দিতে পারবে।’

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের মাধ্যমে সংবিধানের ৫৮(১) ও ৫৮(২) অনুচ্ছেদ পুনর্বহাল হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের চালু হয়েছে বলে আদালতের রায়ের মাধ্যমে।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানান, আদালত স্পষ্টভাবে বলেছেন যে এই রায় প্রসপেক্টিভ (ভবিষ্যৎমুখী)। বিএনপির পক্ষ থেকে তারা আগেই আবেদন করেছিলেন যে, আপিল ও রিভিউ নিষ্পত্তির সময় আদালত যেন রায়টি প্রসপেক্টিভ বলে ঘোষণা করেন। সেই আর্গুমেন্ট আদালত গ্রহণ করেছে এবং জাজমেন্টে উল্লেখ করেছে যে, আইনজীবীদের দেওয়া যাবতীয় যুক্তি তারা বিশ্লেষণে নিয়েছেন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘আদালত বলেছেন, আর্টিকেল ৫৮(১) এবং ৫৮(২) আবার পুনর্বহাল হলো। এর অর্থই হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে এলো। এটা একটি প্রিলিমিনারি জাজমেন্ট, ইউনানিমাসলি দিয়েছেন। পরবর্তীতে বিস্তারিত জাজমেন্টে আরও কিছু ডিটেইলস থাকতে পারে।’

রায়ের রাজনৈতিক তাৎপর্য তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে এই ব্যবস্থা বাতিল করে দেশের মানুষকে, দেশকে ক্ষতি করা হয়েছিল। আজকের রায়ের মাধ্যমে সেটাই প্রমাণিত হলো।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা শুধু পালিয়ে যাননি, তিনি যে ব্যবস্থা (তত্ত্বাবধায়ক বাতিল) প্রবর্তন করেছিলেন, সেটাই আজকে আইনের কাছে পরাজিত হলো।’

বিএনপি নেতা জয়নুল আবেদীন এই রায়কে জাতির জন্য ‘ঐতিহাসিক বিজয়’ আখ্যা দিয়ে বলেন, “এটা শুধু বিএনপির জয় নয়, এটা গণতন্ত্রের জয়, ভোটাধিকারের জয়, পুরো জাতির জয়।”

Related Articles

Back to top button