পটুয়াখালীতে ইমামের স্ত্রীকে জবাই করে হত্যা

অনলাইন ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মোসা. মুকুল বেগম (৫০) নামের এক নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মুকুল বেগম স্থানীয় মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

গতকাল রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে খাবার শেষে ইমাম হাবিবুর রহমান পার্শ্ববর্তী মৌলভীতবক সুলতান মাস্টার বাড়ি জামে মসজিদে নামাজ পড়াতে যান। এ সময় তার স্ত্রী ঘরে একাই ছিলেন। সন্ধ্যার পর প্রতিবেশী এক নারী ইমামের বাড়িতে গেলে ঘরের ভেতরে মুকুল বেগমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মুকুল বেগমকে জবাই করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

Related Articles

Back to top button