খালেদা জিয়াকে দেখে এসে স্বস্তি প্রকাশ করলেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে তিনি রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে যান। কিছু সময় সেখানে থাকার পর বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জামায়াত আমির বলেন, “আল্লাহতালার হাতে সব কিছুই আছে, তিনি জীবিতকে ধরে নিয়ে যেতে পারেন। আবার মরার মধ্যে জান দিতে পারেন। উনি (খালেদা জিয়া) আলহামদুলিল্লাহ যেহেতু সারভাইব করছেন, আমরা আশা রাখি- দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ।”

বিএনপি চেয়ারপারসনের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘‘আমি দুই চোখে একটু দেখে আসতে পেরেছি এটা আমার সান্ত্বনা। আবারও আল্লাহতালার কাছে দোয়া করি তিনি যেন তাকে ক্ষমা করে তার ওপর রহম করুন, তার ওপর সুস্থতার নেয়ামত দান করুন।”

পরিবারের সদস্যদের ধৈর্যের সঙ্গে এ পরিস্থিতি মোকাবেলার করার জন্য তিনি দোয়া করেন।

জামায়াতের আমিরের আগে তিন বাহিনীর প্রধান হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন।

বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে যান। সেদিন রাতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি রাখা হয়। সেই থেকে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে নিবিড় চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ড।

Related Articles

Back to top button