দুই মাস পর আবার শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি, ঢাকায় নেই কোনো ট্রাক

অনলাইন ডেস্ক: দুই মাস বন্ধ থাকার পর শনিবার থেকে আবার ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে এবার ঢাকা মহানগরীতে কোনো ট্রাক থাকছে না। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে সংস্থাটি।

টিসিবি শুক্রবার জানিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন (শুক্রবার বাদে) ৬১টি ট্রাকে পণ্য বিক্রি চলবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৫০০ জন ভোক্তা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন।

টিসিবির তথ্য অনুযায়ী প্রতিদিন ট্রাক থাকবে—সিলেট মহানগরী: ৪টি, নারায়ণগঞ্জ: ৬টি, রংপুর: ৫টি, লক্ষ্মীপুর: ৬টি, মৌলভীবাজার: ৪টি, কুষ্টিয়া: ৫টি, চট্টগ্রাম: ১৩টি, জামালপুর: ১২টি, নরসিংদী: ৩টি, ভোলা: ৩টি। মোট ৬১টি ট্রাক।

একজন ভোক্তা সর্বোচ্চ কিনতে পারবেন— ২ লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা), ২ কেজি মসুর ডাল (৭০ টাকা কেজি)।

স্বল্প আয়ের মানুষের চাপ কমাতে সরকার টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে থাকে। তবে বাজেট সংকট ও বেশি ভর্তুকির চাপের কারণে গত ১৩ সেপ্টেম্বর ট্রাক সেল বন্ধ করা হয়। এরপর দুই মাস ধরে আর ট্রাক সেল হয়নি।

বিশ্লেষকেরা মনে করেন, শহরাঞ্চলে কার্যকর সামাজিক সুরক্ষার অভাবের কারণে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে টিসিবির ট্রাক সেল চলমান থাকা উচিত। তবে কর্মকর্তারা বলছেন, নিয়মিত ট্রাক সেল চালাতে গেলে বাড়বে ভর্তুকির চাপ।

Related Articles

Back to top button