শেয়ার বাজারে বড় দরপতনে সপ্তাহ শুরু

অনলাইন ডেস্ক: দেশের শেয়ার বাজারে গতকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচকের বড় পতনে লেনদেন হয়েছে। এদিন ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই (ডিএসই ও সিএসই) সূচক কমেছে। ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। তবে সিএসইতে লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গতকাল বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। তবে তা স্থায়ী হয়নি। লেনদেন শুরুর অল্প সময় পরই একের পর এক কোম্পানির শেয়ার দর কমতে থাকে। দিন শেষে এই বাজারে লেনদেনকৃত মোট ৩৮৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৩৪টির, কমেছে ৩২৯টির। আর দর অপরিবর্তিত রয়েছে ২৭টির। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে গত ৩ জুলাইয়ের পর ডিএসইর প্রধান সূচক সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ২২ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯২৮ পয়েন্টে অবস্থান করছে। সূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪০২ কোটি ২০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৯ কোটি ৭৯ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৭কোটি ৫৯ লাখ টাকা।
দেশের প্রধান এ শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল সামিট এলায়েন্স পোর্টের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৮ লাখ টাকার। ১৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মনোস্পুল পেপার। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে-বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ইনফিউশন, সায়হাম কটন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, রানার অটোমোবাইল, সিভিও পেট্রো কেমিক্যাল এবং শাহজিবাজার পাওয়ার।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনকৃত মোট ১৫৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১০৯টির এবং চারটির দাম অপরিবর্তিত রয়েছে। এতে এই বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৭৫ পয়েন্ট। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৪৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৩৩ লাখ টাকা।




