গণভোট উপেক্ষা করলে জাতীয় নির্বাচন সংকটে পড়বে: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক: গণভোটের দাবি কোনো রাজনৈতিক দলের চাপে উপেক্ষা করা হলে জাতীয় নির্বাচন সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় খুলনার ফুলতলা ইউনিয়নের যুগ্নীপাশায় আয়োজিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ঐক্যমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। তিনি বলেন, “নোট অব ডিসেন্ট বিএনপি ছাড়াও অন্য দলের আছে। তাই গণদাবি হচ্ছে—নোট অব ডিসেন্ট ছাড়াই গণভোটের প্রস্তাবনা চূড়ান্ত করা।”
তিনি আরও বলেন, রাজনৈতিক সংকট নিরসনে পারস্পরিক আলোচনার প্রস্তাব জামায়াতে ইসলামী স্বাগত জানায়। বিএনপিসহ সব দলের সঙ্গে সংলাপের পক্ষে জামায়াত আগেই মত দিয়েছে বলেও জানান তিনি।
জামায়াত নেতা বলেন, “সময়ের খুব বেশি দেরি নেই। নির্বাচনী তফসিল ঘোষণার আগেই গণভোটের তারিখ ঘোষণা জরুরি।”
তিনি জানান, জামায়াতে ইসলামী সরকারের ঘোষিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড, গণহত্যাকারীদের বিচার ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবি জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “২৪-এর গণআন্দোলন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ। এখন আমাদের দ্বিতীয় যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে।” তিনি প্রতিশ্রুতি দেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জামায়াত শিক্ষাব্যবস্থায় সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে উদ্যোগ নেবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দ আবু জাফর এবং সঞ্চালনা করেন শেখ জিয়াউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি গাউসুল আজম হাদী, ফুলতলা উপজেলা আমির মাওলানা আব্দুল আলীম মোল্লা, ও ছাত্রশিবির নেতা হুসাইন আহম্মেদ প্রমুখ।




