দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে, আমাদের সজাগ থাকতে হবে: মুরাদ

অনলাইন ডেস্ক: ঢাকা-২০ আসনের সম্ভাব্যপ্রার্থী ও ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, গত সাড়ে বছর রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি। এই আন্দোলন করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভিত্তিহীন মামলায় কারাগারে পাঠানো হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অসংখ্য মিথ্যা মামলায় সাজার রায় দেওয়া হয়েছে। এছাড়া দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার, হামলা, মামলা, গুম, খুনসহ নানা নির্যাতনের শিকার হতে হয়েছে।

তিনি বলেন, এই সময়ে ধর্মের নামে ব্যবসা করা একটি ইসলামী দল ফ্যাসিস্টদের আশ্রয়ে থেকে মোটাতাজা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর তারা ফ্যাসিস্টদের ছাতার নিচ থেকে একে একে আত্মপ্রকাশ ঘটাচ্ছে। এই শক্তি ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে বিএনপি ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

ধামরাই উপজেলা ও পৌরসভার ১৪৭টি ভোট কেন্দ্রভিত্তিক নেতৃবৃন্দের সাথে শুক্রবার বিকালে মতবিনিময়কালে মুরাদ এসব কথা বলেন। ধামরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিলের সভাপতিত্বে আরো অংশ নেন বিএনপি নেতা খন্দকার আইয়ুব, সুনীল সাহা, খুররাম চৌধুরী টুটুল, সাবিনা ইয়াসমিন প্রমুখ।

Related Articles

Back to top button