এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে যুবদলের প্রতিবাদ

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। শনিবার (১ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

বিবৃতিতে তারা বলেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে অশোভন ও ভিত্তিহীন মন্তব্য করেছেন। এমন দায়িত্বহীন বক্তব্য রাজনৈতিক সৌহার্দ্য ও সহাবস্থানের পরিপন্থি বলে উল্লেখ করেন তারা।

যুবদল নেতারা আরও বলেন, অতীতেও নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের সম্মানিত নাগরিক ও রাজনৈতিক নেতাদের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন। এটি দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার অসৎ প্রচেষ্টা ছাড়া কিছু নয়।

যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, জুলাই-পরবর্তী সময়ে রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রমাণবিহীন তথ্যের ভিত্তিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে অপমানের চেষ্টা অগ্রহণযোগ্য।

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হবেন—এমন প্রত্যাশা জানিয়েছে যুবদল।

Related Articles

Back to top button