কাউখালীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন মারা গেছেন

অনলাইন ডেস্ক: পিরোজপুরের কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কাউখালী উত্তর বাজারস্থ নিজ বাসভবনে মারা যান তিনি।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় কাউখালী উপজেলার পুরাতন ঈদগাহ মাঠে এবং রাতে কেউন্দিয়া গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জানাজা নামাজের আগে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি সৌধ এর সামনে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার উপস্থিতিতে পুলিশের চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদারকে গার্ড অব অনার প্রদান করেন।
কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার এর মৃত্যুতে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক ও পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।




