আগামীকাল থেকে বাংলাদেশ ব্যাংকে সঞ্চয়পত্র–প্রাইজবন্ড বিক্রি ও নোট বদল বন্ধ

অনলাইন ডেস্ক: দীর্ঘ ২২ বছর অপেক্ষার পর ভারতকে হারিয়ে পাওয়া অবিস্মরণীয় জয় বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে উৎসর্গ করেছেন শমিত সোম। গত বছরের ১৮ নভেম্বর তারিখেই মৃত্যুবরণ করেছেন জাকারিয়া পিন্টু।

গতকাল মঙ্গলবার ( ১৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১-০ ব্যবধানে জয়ের ইতিহাস গড়েন মধ্যমাঠের সেনানি শামিত শোম।

পিন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী মাথায় রেখেই ভারতের বিপক্ষে জয়টি তাকে উৎসর্গ করলেন শমিত। একইসঙ্গে বাংলাদেশ ফুটবলের জন্য গলা ফাটানো সব সমর্থকের জন্যও জয়টি উৎসর্গ করেছেন তরুণ এই মিডফিল্ডার।

রাতে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় এই কথা জানিয়েছেন শমিত। তার ফেইসবুক পোস্টের পুরোটা নিচে দেওয়া হলো-

‘ভারতের বিরুদ্ধে ১-০ গোলের জয়, সেটিও আমাদের নিজেদের ঘরের মাঠে।

আজকের রাতটা ছিল সত্যিই বিশেষ- এটাই আমাদের খেলার মূল প্রেরণা, আমাদের লড়াইয়ের কারণ। বাংলাদেশকে জেতানো। আমাদের মানুষকে গর্বিত করা।

২২ ঘণ্টার ভ্রমণ… প্রতিটি মাইল, প্রতিটি ক্লান্তির মুহূর্ত, সব কিছু ভুলে যাওয়া যায়, মাঠে পা রেখে যখন আমাদের দর্শকদের গর্জন শোনা যায়। সেই শক্তিই আমাদের এগিয়ে নিয়ে যায়।

আমি এই জয় উৎসর্গ করতে চাই জাকারিয়া পিন্টুকে- স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তি অধিনায়ককে, যিনি ঠিক আজকের দিনেই, গত বছর ১৮ নভেম্বর আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তার সাহস, নেতৃত্ব আর দেশের প্রতি ভালবাসা- এই জার্সি পরা আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করে।

এই জয় তার জন্য।

এই জয় আপনাদের সবার জন্য।’

Related Articles

Back to top button