বেগম জিয়াকে নিয়ে উৎকণ্ঠার মধ্যেও আলোর রেখা দেখতে পাচ্ছি: রিজভী

অনলাইন ডেস্ক: অনেক সংকট ও উদ্বিগ্নের মধ্যে আজ কিছুটা হলেও আলোর রেখা জানতে পারলাম যে তিনি (খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন-এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে যুবদল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার সুস্থতার জন্য জনগণ আকুলতা প্রকাশ করছে।
খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আওয়ামী লীগ সরকার অভিযোগ করে বিএনপির এই মহাসচিব বলেন, সঠিক সময়ে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নিলে আজকের অবস্থা হতো না।
৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। কিছুদিন পরপরই নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হচ্ছে। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনসহ ৩টি আসনে বিএনপি প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়েছে।




