আগামী সপ্তাহ থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি পুনরায় শুরু করবে জার্মানি

অনলাইন ডেস্ক: গাজায় গণহত্যা যুদ্ধের কারণে ইউরোপজুড়ে তীব্র আলোড়নের মুখে জার্মান সরকার ইসরায়েলের ওপর আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল। কিন্তু অল্প সময়ের লোক দেখানো এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবারও ইসরায়েলে অস্ত্র সরবরাহের অনুমোদন দেওয়া হচ্ছে।

গতকাল সোমবার (১৭ নভেম্বর) জার্মান সরকার জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে কিছু অস্ত্র বিক্রি স্থগিত রাখার আদেশ আগামী সপ্তাহ থেকে প্রত্যাহার করবে।

জার্মান সরকারের একজন মুখপাত্র বলেন, এই সিদ্ধান্তের ফলে আগস্টে স্থগিত রপ্তানি ২৪ নভেম্বর থেকে পুনরায় চালু করা সম্ভব হবে।

মুখপাত্র আরও বলেন, ‘একটি সাধারণ নিয়ম হিসাবে, সরকার অস্ত্র রপ্তানির সিদ্ধান্তে কেস-বাই-কেস পর্যালোচনায় ফিরে যাবে।’

গাজা যুদ্ধের কারণে জনগণের চাপ বৃদ্ধির মধ্যে আগস্ট মাসে ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করার ঘোষণা দেয় জার্মানি। ইউরোপীয় এই দেশটি যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক।

চলতি সপ্তাহের শুরুতে জার্মানির রাজধানীতে ১ লাখেরও বেশি মানুষ ফিলিস্তিনপন্থী সমাবেশ করে। তারা ইসরায়েলের সঙ্গে সব ধরণের সামরিক সহযোগিতা বন্ধ করার আহ্বান জানায়।

Related Articles

Back to top button