২০২৪ পরিবর্তন ও সংঘাতের বছর: বিশ্বের বড় বড় ঘটনা
অনলাইন ডেস্ক: ২০২৪ সালটি আন্তর্জাতিক অঙ্গনে এক বিপ্লবী এবং সংঘাতময় বছর হিসেবে চিহ্নিত হয়েছে। প্রায় প্রতিটি মহাদেশেই রাজনৈতিক পরিবর্তন এবং সামাজিক উত্থানের সাক্ষী হয়েছে বছরটি। এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত বছরটি পরিবর্তনের বার্তা বহন করেছে।
নিচে ২০২৪ সালের উল্লেখযোগ্য ঘটনাগুলো পাঠকদের জন্য তুলে ধরা হলো-
যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। দীর্ঘ বিরতির পর ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতায় অংশ নেন। ১৩ জুলাই প্রচারণার সময় হত্যাচেষ্টার শিকার হলেও তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। সেই ঘটনায় হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়।
২১ জুলাই বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়ে কমলা হ্যারিসকে তার উত্তরসূরি হিসেবে সমর্থন করেন। তবে ৫ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে পরাজিত করে তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন।
বাংলাদেশে ২০২৪ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনা বিতর্কিত নির্বাচনের মাধ্যমে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু তার বিজয় বেশিদিন স্থায়ী হয়নি। জুলাই মাসে কোটা ব্যবস্থা বিরোধী ছাত্র আন্দোলন তার সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে।
সেই প্রতিরোধ পরে জুলাই-আগস্টে গণ আন্দোলনে রূপ নিলে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। যার ফলে তার ১৪ বছরের শাসনের অবসান ঘটে। এরপর শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস প্যারিস থেকে ঢাকায় ফিরে একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন।
২০২৩ সালে শুরু হওয়া গাজার সংঘাত ২০২৪ সালে আরও তীব্র হয়ে ওঠে। সারা বছর সেখানে ইসরাইলি বোমা বর্ষণ চলতে থাকে। ৩০ জুলাই তেহরানে হামলায় হামাস নেতা ইসমাঈল হানিয়া নিহত হন। এরপর ২৩ সেপ্টেম্বর লেবাননে সরাসরি হামলা চালায় ইসরাইল।
২৭ সেপ্টেম্বর ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। পরে অক্টোবরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারও নিহত হন। ইসরাইলি বাহিনী গাজায় হামলা চালিয়ে প্রায় ৪৭,০০০ ফিলিস্তিনিকে হত্যা করে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
দীর্ঘ এক দশকের গৃহযুদ্ধ শেষে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের অবসান ঘটে। ২৭ নভেম্বর বিদ্রোহী বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হয় এবং ৭ ডিসেম্বর শহরটি দখল করে নেয়। আসাদ ও তার পরিবার মস্কোতে পালিয়ে যান। যার মাধ্যমে তাদের ৫০ বছরের শাসনের সমাপ্তি ঘটে।
২০২৪ সালে একাধিক প্রাকৃতিক দুর্যোগে বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। ১৬ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে বন্যা হয়। এতে দুবাই বিমানবন্দর প্লাবিত হয় এবং ওমানে ১৮ জনের মৃত্যু হয়। স্পেনেও প্রবল বন্যায় বহু মানুষ প্রাণ হারায়।
মে মাসে আফগানিস্তানে বন্যায় ৪৫০ জন মারা যায় এবং জুনে হজের সময় তাপপ্রবাহে ৫ শতাধিক তীর্থযাত্রী প্রাণ হারান।
২০২৪ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ একটি নতুন মোড় নেয়। পশ্চিমা সামরিক সাহায্যে ইউক্রেন অধিকৃত অঞ্চল পুনরুদ্ধারের জন্য পালটা আক্রমণ চালায় এবং পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। অন্যদিকে রাশিয়া অভ্যন্তরীণ অসন্তোষ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়ায়। ফলে এই অঞ্চলে মানবিক সংকট আরও গভীর হয়।
শান্তি স্থাপনের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয় এবং ভূরাজনৈতিক বিভাজন বাড়তে থাকে। ন্যাটো ইউক্রেনের প্রতি সমর্থন দ্বিগুণ করে এবং রাশিয়া চীন ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে।
৫ জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কেয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি ক্ষমতায় আসে। ১৪ বছরের পরাজয়ের ধারা ভেঙে ঋষি সুনাক কনজারভেটিভ পার্টির নেতৃত্ব হারান। একে যুক্তরাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় পরিবর্তন হিসেবে ধরা হয়।
২০২৪ সালটি মূলত বিশ্বব্যাপী সংঘাত, বিপর্যয়, পরিবর্তন এবং সংকটের বছর হিসেবে ইতিহাসে চিহ্নিত থাকবে।