সাকিবকে নিয়ে গুঞ্জন, দীর্ঘ পোস্টে যা জানালেন শিশির

কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে সাকিব ও শিশিরের বিবাহ বিচ্ছেদ নিয়ে। এমন শঙ্কা তৈরি করেছেন শিশির নিজেই। কারণ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাকিবের সঙ্গে তার অনেক ছবিই ডিলিট বা অনলি মি করে দিয়েছেন তিনি।

তবে এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার এক দীর্ঘ পোস্ট করে সাকিবপত্নী জানান, তাদের সম্পর্কের কোন অবনতি হয়নি। আর সকলকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে সাকিবের সঙ্গে ছবিগুলো ডিলিট করেননি তিনি।

শিশির দীর্ঘ পোস্ট করে নানা বিষয়ে কথা বলেছেন। সেখানে তিনি প্রথমেই লেখেন, ‘আপনার হয়ত তার (সাকিব আল হাসান) ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না। প্রত্যেকেরই বাক-স্বাধীনতা আছে। কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ, যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।’
তাদের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন সাকিবপত্নী। পোস্টে এরপর তিনি লেখেন, ‘আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময়ই জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। ১৩ বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম, সে এখনও সেই একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার মতোই। আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে।’

স্ট্যাটাসের শেষে সাকিবপত্নী এটাও জানিয়েছেন, সাকিবের সঙ্গে কোন ছবি ডিলিট করেননি তিনি। শিশির লেখেন, ‘আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলেট করিনি। কেবল তা প্রাউভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না।’

এদিকে পাকিস্তানে পৌঁছে বুধবার (১৪ আগস্ট) প্রথমবারের মতো অনুশীলন করে বাংলাদেশ দল। কানাডায় গ্লোবাল টি-২০ লিগ শেষে, সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। দলের সঙ্গে অনুশীলনও করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

Related Articles

Back to top button