হাদির ওপর হামলাকারীদের আশ্রয় দিলে ভারতীয় দূতাবাসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে এবং ভারত সরকার যদি তাদের আশ্রয় দেয় বা ফেরত না দেয়, তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করে বলেন, হাদির ওপর হামলার পর দেশের গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাঁর ভাষায়, ‘গোয়েন্দা সংস্থাগুলোর কাজ ছিল হামলাকারীদের গতিবিধি অনুসরণ করে দ্রুত গ্রেপ্তার করা। কিন্তু তারা নিজেরা তথ্য সংগ্রহ না করে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে।’

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

হাদির শারীরিক অবস্থার প্রসঙ্গ টেনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, ‘ওসমান হাদির যদি কোনো ক্ষতি হয়, তাহলে এই অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা তখনই বেজে যাবে। ছাত্র-জনতাই এই সরকারকে ক্ষমতায় এনেছে, প্রয়োজনে তারাই নামিয়ে দেবে।’

তিনি জানান, সোমবার ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সমাবেশে ভারতপন্থী কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আগামীকাল শহীদ মিনার থেকেই ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে।’

Related Articles

Back to top button