ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের সবচেয়ে বড় তুলা সরবরাহকারী ব্রাজিল

অনলাইন ডেস্ক: বাংলাদেশের বস্ত্রশিল্পের জন্য কাঁচা তুলার সবচেয়ে বড় উৎস হিসেবে দীর্ঘদিন ধরে আধিপত্য ধরে রেখেছিল ভারত। তবে ২০২৪-২৫ বিপণন বছরে সেই অবস্থান হারিয়ে ব্রাজিল এখন বাংলাদেশের শীর্ষ তুলা সরবরাহকারী দেশ হয়ে উঠেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ বিপণন বছরে বাংলাদেশ মোট ৮.২৮ মিলিয়ন বেল তুলা আমদানি করেছে—যা আগের বছরের তুলনায় ৫.২% বেশি। এর মধ্যে ব্রাজিল সরবরাহ করেছে ১.৯ মিলিয়ন বেল বা প্রায় ২৫% বাজার অংশীদারিত্ব। অন্যদিকে ভারত নেমে এসেছে দ্বিতীয় স্থানে—সরবরাহ করেছে ১.৪ মিলিয়ন বেল (১৫%)। এক বছর আগেও ভারত ২৩% বাজার শেয়ার নিয়ে শীর্ষে ছিল।
ইউএসডিএ জানায়, তুলা আমদানির এই পরিবর্তন ঘটে এমন এক সময়, যখন শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ঘটে।
বিশ্বে প্রস্তুত তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম দেশ। এ খাত দেশের মোট রপ্তানি আয়ের ৮০% এর বেশি এবং জিডিপির প্রায় ১০% জোগান দেয়। রিয়টার্সের তথ্য অনুযায়ী, এই খাতে কাজ করেন ৪০ লাখ শ্রমিক।
কাঁচা তুলায় ব্রাজিল এগিয়ে গেলেও কটন ইয়ার্ন (সুতো) সরবরাহে ভারত এখনও বাংলাদেশের প্রধান উৎস। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট সুতো আমদানির ৮২% সরবরাহ করেছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে চীন (৭.৫%)।
ইউএসডিএ জানায়, ভারতের উন্নত স্পিনিং ক্ষমতা, দ্রুত সরবরাহ ব্যবস্থা এবং কম লজিস্টিক ব্যয়ের কারণে দেশটি বাংলাদেশের সুতা বাজারে দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। ডেইলি স্টার জানিয়েছিল, দাম বেশি ও গুণগত সমস্যা থাকা সত্ত্বেও কম সময় লাগায় বাংলাদেশি আমদানিকারকরা ভারতের তুলাকেই বেশি প্রাধান্য দিতেন।
২০২৫-২৬ বিপণন বছরে বাংলাদেশের কাঁচা তুলা আমদানি আরও ১.৪% বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ । বর্তমান অর্থবছরে বছরে আমদানির পরিমাণ ৮.৪ মিলিয়ন বেলে পৌঁছাতে পারে, যা ২০২৩-২৪ সালের তুলনায় ৫.২% বেশি।




