২০২৬ বিশ্বকাপ ড্র

সহজ গ্রুপে ব্রাজিল-আজেন্টিনা, এমবাপ্পে-হলান্ড মুখোমুখি

অনলাইন ডেস্ক: আগামী বছরের ১১ জুন শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ—বিশ্বকাপ! যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—৩ দেশের ১৬টি ভেন্যুতে বসবে এবারের বিশ্বকাপ আসর। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে এটি। দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে হয়েছে ৪৮। আর ম্যাচের সংখ্যা ৬৪ থেকে এক লাফে ১০৪!

উদ্বোধনী ম্যাচের ঠিক ১৮৮ দিন আগে ওয়াশিংটনে আজ বসেছে দলগুলোর ভাগ্য নির্ধারণী মিলনমেলা— বিশ্বকাপের ড্র!

অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে ছয়টির নাম অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যে চারটি উঠবে ইউরোপীয় প্লে-অফ থেকে। বাকি দুটি আন্তমহাদেশীয় প্লে-অফ জিতে, তবে বড় দলগুলো প্রস্তুত। লিওনেল মেসির আর্জেন্টিনা চাইবে ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখতে, কিন্তু কাজটা সহজ হবে না।

ড্রয়ে তুলনামূলক সহজ গ্রুপেই পরেছে ব্রাজিল-আজেন্টিনা, অন্যদিকে গ্রুপ পর্বেই দেখা হচ্ছে এমবাপ্পে-হলান্ডের। দেখে নেওয়া যাক কোন গ্রুপে কারা লড়বেন।

গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল

গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল

গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল

গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল

গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল

গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল

গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

২০২৬ বিশ্বকাপের সব গ্রুপ চূড়ান্ত হয়ে গেছে আজকের ড্রয়ে। ফিফা আগেই জানিয়েছিল, ড্রয়ের পরদিন (৬ ডিসেম্বর) সব ম্যাচের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।

Related Articles

Back to top button