মোনাজাতের মাধ্যমে শেষ হলো জোড় ইজতেমা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ে নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে আসা বিপুলসংখ্যক মানুষ মোনাজাতে অংশ নেন।

তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। দোয়ার সময় ইজতেমার মাঠজুড়ে কান্নার রোল পড়ে যায়। জোড় ইজতেমা ঘিরে এ ক’দিন তুরাগতীরে এক ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ বিরাজ করছিল। এবারের জোড়ে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন।

অংশগ্রহণকারী দেশগুলো হলো– পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিসর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। এবার জোড় ইজতেমায় মোট ৬ মুসল্লির মৃত্যু হয়েছে।

ইজতেমা আয়োজকরা জানান, জোড় ইজতেমায় তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের ‘কারগুজারি পেশ’ করেন ও মুরব্বিদের থেকে ‘রাহবারি’ নেওয়ার সুযোগ পান। এ ইজতেমায় কেবল তিন চিল্লার সাথী ও কমপক্ষে এক চিল্লা সময় লাগানো আলেমরা অংশ নিতে পারেন। এতে জোড়ের স্বতন্ত্র মর্যাদা ও গুরুত্ব বজায় থাকে বলে জানান আয়োজকরা।

Related Articles

Back to top button