ডিএসইতে সূচকের বড় পতন

অনলাইন ডেস্ক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে মূল্যসূচকে। তবে এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গতকাল লেনদেনকৃত মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৩০৬টির। আর অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। এতে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৯ দশমিক ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯৭৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহসূচক ডিএসইএস ১১ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৫ পয়েন্টে ও নির্বাচিত কোম্পানির সূচক ‘ডিএস-৩০’ ১৭ দশমিক ০৯ পয়েন্ট কমে ১ হাজার ৯১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি সূচক কমলেও ডিএসইতে গতকাল লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন দেশের প্রধান এই বাজারে ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩৯ কোটি ৪৪ লাখ টাকা। গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।




