বিপিএল নিলাম

অবশেষে ৩৫ লাখ টাকাতেই দল পেলেন মুশফিক–মাহমুদউল্লাহ

অনলাইন ডেস্ক: নিলামের প্রথম ডাকে অবিক্রিত রয়ে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহমান। এই ঘটনার কিছুক্ষণ পর ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছে, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ এর একটু পরেই দল খুঁজে পেয়েছেন মুশফিকুর রহিম। সঙ্গে দল পেয়েছেন মাহমুদউল্লাহ। প্রথম ডাকে অবিক্রিত ছিলেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।

নিয়ম অনুযায়ী, ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরিতে থাকা মুশফিক–মাহমুদউল্লাহকে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘সি’ ক্যাটাগরি থেকে নিলামে তোলার কথা ছিল। কিন্তু তাদের প্রতি ‘সম্মান’ দেখিয়ে তা করা হয়নি।

৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যে মাহমুদউল্লাহকে রংপুর রাইডার্স ও মুশফিকুর রহিমকে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকও প্রথম ডাকে অবিক্রিত থেকে গিয়েছিলেন। তাঁকে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যে নিয়েছে সিলেট টাইটানস।

Related Articles

Back to top button