জামালপুর কারাগারে মারধরে হাজতির মৃত্যুর ঘটনায় থানায় মামলা

অনলাইন ডেস্ক: জামালপুর জেলা কারাগারে মারধরে মো. পাগলা হযরত (২৫) নামে এক হাজতির মৃত্যুর ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে জামালপুর সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা।

হত্যা মামলার একমাত্র আসামি হলেন- মো. রহিদুর মিয়া (৪০)। তিনি বকশীগঞ্জ উপজেলার কামালপুর বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের ছেলে।

নিহত হাজতির মো. পাগলা হযরত (২৫) জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মো. ইমান হোসেনের। তিনি বকশীগঞ্জ থানার মামলা নম্বর ১৪, জিআর মামলা নম্বর ২৪২ (২)-২৫ এর আসামি ছিলেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব।

মামলায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বেলা ৩টা ৫০ মিনিটের দিকে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে পাগলা হযরতের সঙ্গে কথা কাটাকাটি ও তর্ক শুরু হয় রহিদুর মিয়ার। এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার একটি কাঠের টুকরা দিয়ে পাগলা হযরতের মাথায় পরপর বেশ কয়েকবার আঘাত করে। পরে দায়িত্বরত কারারক্ষী ও অন্যান্য হাজতিরা আহত মো. পাগলা হযরতকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে মৃত্যুবরণ করেন পাগলা হযরত।

ওসি নাজমুস সাকিব জানান, জামালপুর জেলা কারাগারে এক হাজতি হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button