এমবাপের ৪ গোলে অলিম্পিয়াকোসকে হারাল রিয়াল

অনলাইন ডেস্ক: শুরুর দশ মিনিটেই গোল খেয়ে চাপে পড়ে রেয়াল মাদ্রিদ। টানা তিন ম্যাচ জয়হীন দলের সেই ধাক্কা সামলে জ্বলে ওঠেন কিলিয়ান এমবাপে। একাই চার গোল করে দলকে টেনে তোলেন তিনি। তবুও হার মানেনি অলিম্পিয়াকোস; রোমাঞ্চকর লড়াই শেষে অল্প ব্যবধানে জিততে হয়েছে শাবি আলোঁসোর দলকে।

গতকাল বুধবার (২৬ নভেম্বর) প্রতিপক্ষের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অলিম্পিয়াকোসকে ৪-৩ গোলে হারায় রিয়াল। স্বাগতিকদের গোল তিনটি করেন চিকিনিয়ো, মেহদি তারেমি ও এল কাবি।

ইউরোপীয় প্রতিযোগিতায় অলিম্পিয়াকোসের মাঠে এতদিন জয় না পাওয়া রিয়াল এবার সেই ব্যর্থতার ছাপ মুছে দিল। পাঁচ ম্যাচে চার জয় নিয়ে ১২ পয়েন্টে প্রাথমিক পর্বের তালিকায় পঞ্চম স্থানে উঠেছে রেকর্ড চ্যাম্পিয়নরা। অন্যদিকে এখনো জয়ের দেখা না পাওয়া অলিম্পিয়াকোস ২ পয়েন্ট নিয়ে ৩৩তম স্থানে।

ম্যাচের তৃতীয় মিনিটেই ভিনিসিউসের শট থেকে গোলের সম্ভাবনা তৈরি হয়, তবে আটকে দেন গোলরক্ষক। এরপরই অষ্টম মিনিটে নিচু শটে দলকে এগিয়ে নেন চিকিনিয়ো। রক্ষণের দুর্বলতায় আরও একটি গোলের সম্ভাবনা তৈরি হলেও বাঁচিয়ে দেন রেয়ালের গোলরক্ষক আন্দ্রি লুনিন।

২২তম মিনিটে ভিনিসিউসের থ্রু পাস ধরে সমতায় ফেরান এমবাপে। পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি- একটি হেডে এবং আরেকটি কোনাকুনি শটে। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক এবং প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম (৬ মিনিট ৪২ সেকেন্ড)।

বিরতির পর ৫২তম মিনিটে তারেমির হেডে ব্যবধান কমে ৩-২ হয়। এরপর ৫৯তম মিনিটে ভিনিসিউসের কাটব্যাক থেকে চতুর্থ গোলটি করেন এমবাপে। পাঁচ ম্যাচে তার গোল হলো ৯টি, এখন সর্বোচ্চ গোলদাতা তিনি। রিয়ালের জার্সিতে এই মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়াল ২২।

৮১তম মিনিটে এল কাবির হেডে স্কোরলাইন ৪-৩ হলেও শেষ পর্যন্ত লিড ধরে রাখে রেয়াল। ম্যাচের শেষ দিকে চাপ বাড়ালেও আর গোল পায়নি অলিম্পিয়াকোস।

প্রথমবারের মতো অলিম্পিয়াকোসের মাঠ থেকে জিতে ফিরল রেয়াল মাদ্রিদ।

Related Articles

Back to top button