বাইসাইকেল কিকে অবিশ্বাস্য গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

অনলাইন ডেস্ক: ফুটবলে বাইসাইকেল কিকে করা নৈমিত্তিক ঘটনা নয়। এই ধরনের গোল তাই নিয়মিত দেখা যায় না; বিরতি দিয়ে কখনো কেউ এটি করলে তৎক্ষণাত আলোচনায় আসে। কদিন আগে নেপালের বিপক্ষে এমন গোল করে আলোচনায় এসেছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী।

তবে বাইসাইকেল কিক সব খেলোয়াড়ের জন্য বিরল হলেও, ৪০ পেরোনো এক ফুটবলারের জন্য এটি কঠিন নয়। এই খেলোয়াড়ের নাম ক্রিস্টিয়ানো রোনালদো, যে পর্তুগিজ মহাতারকা বয়সকে অতিক্রম করেও মাঠে আশ্চর্য জাদু দেখাচ্ছেন।

গতকাল রাতে সৌদি প্রো লিগের আল খালেজের বিপক্ষে ম্যাচে রোনালদো আবারও বিস্ময় সৃষ্টি করলেন। এমন বয়সে যখন অধিকাংশ খেলোয়াড় অবসর নেন, রোনালদো শরীরকে উড়িয়ে পিঠ মাটির দিকে রেখে কাচির ফলার মতো পা বাড়িয়ে চমৎকার শট নেন এবং গোল করে দেখান।

ম্যাচের যোগ করা সময় চলছিল, তখন আল নাসর ৩–১ গোলে এগিয়ে ছিল। ম্যাচের ৯৬ মিনিটে আক্রমণে ওঠে আল নাসর। ডান প্রান্তে বক্সের বাইরে বল পান বদলিতে নামা নাওয়াফ বাওশাল। তিনি বক্সে থাকা রোনালদোর উদ্দেশ্যে বল পাঠান। রোনালদো তখনই বাইসাইকেল কিকের প্রস্তুতি নেন, এবং সময়ের নিখুঁত মিল থাকায় খালেজের গোলরক্ষক আন্থনি মারেজও শট আটকাতে ব্যর্থ হন। গোল করার পর রোনালদো সতীর্থদের সঙ্গে উদ্‌যাপনে ভেসে যান।

ম্যাচ শেষে রোনালদো নিজের করা গোলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তবে ক্যাপশন নিজে না দিয়ে ভক্তদের দেন; লিখেছেন, ‘বেস্ট ক্যাপশন উইনস’ অর্থাৎ ‘সেরা ক্যাপশনদাতাই জিতবে।’ ভক্তরা তাদের মতো করে ক্যাপশন দেন। একজন লিখেছেন, ‘যে বাইসাইকেল কিক নিন্দুকদের অদৃশ্য করে দিয়েছে।’ অন্যজন লিখেছেন, ‘আকাশে ভাসিয়ে দেওয়া বলটির গন্তব্য শুধুই জালের ভেতর।’ আবার একজন মন্তব্য করেছেন, ‘সবাইকে মনে করিয়ে দিলেন যে এখনো মুকুটটিই তাঁর মাথায় মানায়।’

রোনালদোর এই গোলের রাতে আল নাসর সৌদি লিগে নবম জয় পায়। এই জয়ের পর শীর্ষে থাকা আল নাসরের পয়েন্ট ২৭। সমান ম্যাচে ২ নম্বরে থাকা আল হিলালের পয়েন্ট ২৩। পরবর্তী ম্যাচে আল নাসর এএফসি কাপে তাজিকিস্তানের ক্লাব ইস্টিকলোলের সঙ্গে মুখোমুখি হবে।

Related Articles

Back to top button