সৌদি আরব-ইরাকে পৃথক ভূমিকম্পন অনুভূত

অনলাইন ডেস্ক: সৌদি গেজেট জানিয়েছে, সৌদি ভূতাত্ত্বিক জরিপ (এসজিএস) শনিবার দুটি ভূমিকম্প রেকর্ড করেছে – একটি সৌদি আরবে এবং অন্যটি ইরাকে।

এসজিএসের মতে, তাদের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ নেটওয়ার্ক মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজের মধ্যে অবস্থিত হাররাত আল শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে একটি ছোট ভূমিকম্প শনাক্ত করেছে। যেটি রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪৩। হাররাত আল-শাকা সৌদি আরবের সবচেয়ে বড় আগ্নেয়গিরির লাভা ক্ষেত্রগুলির মধ্যে একটি।

এসজিএস আরও জানিয়েছে, ইরাকে দ্বিতীয় ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯।

Related Articles

Back to top button