সরকারি ক্রয়ে ই-জিপি বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক: পিপিআর ২০২৫-এর আওতায় সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি)-এর ব্যবহার বাধ্যতামূলক। সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫) ও ই-জিপি বিষয়ে একটি অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মঈন উদ্দীন আহম্মেদ এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় যেসব ক্রয়কারীর এখনো তথ্য প্রযুক্তি উপকরণ ও ই-জিপি ব্যবহারে দক্ষতা ও লোকবলের ঘাটতি রয়েছে, তাদেরকে ক্রয়কারী কার্যালয় প্রধানের অনুমোদনক্রমে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ম্যানুয়াল দরপত্র করার জন্য বিপিপিএ-এর অনুমতি নিতে হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন আইএমইডি-এর বিপিপিএ কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিম্যাপ)-এর একটি অন্যতম কার্যক্রম হিসেবে সরকারি ক্রয়ে আচরণ পরিবর্তন যোগাযোগ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মো. জিয়াউদ্দীন।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।




