দুর্ভিক্ষের কবলে সুদানের মধ্যাঞ্চল, এক মাসে অপুষ্টিতে ২৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: সুদানের মধ্যাঞ্চলে এক মাসের মধ্যে অপুষ্টিজনিত কারণে ২৩ জন শিশু মারা গেছে। অঞ্চলটিতে দেশটির সেনাবাহিনী এবং আধাসামরিক গোষ্ঠী আরএসএফ-এর মধ্যে ভয়াবহ লড়াই চলছে।

দেশটির একটি মেডিকেল গ্রুপের বরাতে এএফপি জানিয়েছে, কর্ডোফান অঞ্চলে ২৩ শিশুর মৃত্যু উত্তর-পূর্ব আফ্রিকান দেশটির মানবিক পরিস্থিতির অবনতিকেই তুলে ধরে। সেখানে ৩০ মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ যুদ্ধের পর দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে।

২০২৩ সালের এপ্রিলে সুদান বিশৃঙ্খলায় ডুবে যায়। সামরিক বাহিনী এবং আধাসামরিক আরএসএফ-এর মধ্যে ক্ষমতার লড়াই রাজধানী খার্তুম এবং দেশের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়েছে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, এই বিধ্বংসী সংঘাতে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। তবে সাহায্যকারী গোষ্ঠীগুলো বলছে, এই সংখ্যাটি কম এবং প্রকৃত সংখ্যা কয়েক গুণ বেশি হতে পারে।

দুই বাহিনীর এই যুদ্ধে ১ কোটি ৪০ লক্ষেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, রোগের প্রাদুর্ভাব ঘটেছে এবং দেশের কিছু অংশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

আন্তর্জাতিক ক্ষুধা বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বর পর্যন্ত কর্ডোফান এবং পশ্চিমাঞ্চলীয় দারফুরে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে। অন্যান্য অঞ্চলে আরও ৩৬ লক্ষ মানুষ দুর্ভিক্ষের মাঝে রয়েছে। তীব্র অপুষ্টি এবং সরবরাহের ঘাটতির কারণে শিশুদের মৃত্যুর ঘটনা ঘটেছে।

সংঘাতের ওপর নজরদারিকারী পেশাদারদের সংস্থা ‘সুদান ডক্টরস নেটওয়ার্ক’ জানিয়েছে, ২০ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে অবরুদ্ধ কাদুগলি এবং ডিলিং শহরে শিশুদের মৃত্যুর খবর বেশি পাওয়া গেছে।

এই বছরের শুরুতে সেনাবাহিনী খার্তুম থেকে আরএসএফকে তাড়িয়ে দেওয়ার পর কর্ডোফানের নিয়ন্ত্রণের জন্য লড়াই তীব্রতর হয়। তখন থেকে আধাসামরিক বাহিনী কর্ডোফান এবং এল-ফাশার শহরে ব্যাপক হামলা শুরু করে এবং গণহত্যা চালায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আরএসএফ যোদ্ধারা শহরের হাসপাতালে তাণ্ডব চালায় এবং এক হাসপাতালেই ৪৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করে। সাহায্যকর্মী এবং বাস্তুচ্যুত বাসিন্দারা বলছেন, যোদ্ধারা ঘরে ঘরে গিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা এবং যৌন নির্যাতন চালায়।

স্কুল অফ পাবলিক হেলথের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব গতকাল শুক্রবার জানিয়েছে, নতুন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, আরএসএফ এল-ফাশারের বিভিন্ন স্থানে মৃতদেহ লুকানোর জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Related Articles

Back to top button