রূপপুর পারমাণবিক প্রকল্প

শুরু হচ্ছে বাষ্প নির্গমন পরীক্ষা, অনাকাঙ্ক্ষিত শব্দে আতঙ্কিত না হওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে বাষ্প নির্গমন পরীক্ষার সময় উচ্চচাপের বাষ্প নির্গত হওয়ায় জেট ইঞ্জিনের মতো বিকট শব্দ সৃষ্টি হতে পারে। এ ধরনের শব্দে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

গতকাল বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। এতে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে ৪–৫ দিনব্যাপী এই বাষ্প নির্গমন পরীক্ষা পরিচালিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাশিয়ান সাধারণ ঠিকাদার JSC-ASE প্রকল্প এলাকায় মেইন স্টিম পাইপলাইন ও স্টিম জেনারেটরের নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে পরিকল্পিত এই পরীক্ষাটি সম্পন্ন করবে। পরীক্ষার সময় নির্দিষ্ট ভালভের মাধ্যমে উচ্চচাপের বাষ্প বায়ুমণ্ডলে নিঃসৃত হবে, ফলে কিছু সময়ের জন্য তীব্র শব্দ শোনা যেতে পারে।

কর্তৃপক্ষ জানায়, এই শব্দ সম্পূর্ণ পূর্বনির্ধারিত, স্বাভাবিক এবং নিরাপদ। এতে জনসাধারণের কোনো ধরনের ঝুঁকি বা ক্ষতির সম্ভাবনা নেই। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব, মান ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী এ ধরনের পরীক্ষা নিয়মিতভাবে সম্পন্ন করা হয়।

Related Articles

Back to top button