৫ বছরের শিশুর ফুটবলশৈলীতে মুগ্ধ ক্রীড়া উপদেষ্টা, করলেন বিকেএসপিতে প্রশিক্ষণের ব্যবস্থা

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলবের ৫ বছরের শিশু সোহান ফুটবলের প্রতিভা দিয়ে ইতোমধ্যেই সারা দেশের মানুষের নজর কেড়েছে। অল্প বয়সেই বল পায়ের জাদুতে মুগ্ধ করেছেন ক্রীড়াপ্রেমীরা। এবার তার সেই প্রতিভাকে এগিয়ে নিতে পাশে দাঁড়ালেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ–ভারত ম্যাচের আগে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ক্ষুদে ফুটবলপ্রতিভা সোহান। এ সময় নিজের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ছোট্ট ফুটবলারটি। সোহানের আন্তরিকতা ও প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে প্রয়োজনীয় সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেন উপদেষ্টা।
ফেসবুকে আসিফ মাহমুদের পক্ষ থেকে করা এডমিন পোস্টে জানানো হয়, সুযোগের অভাব সোহানকে থামাতে পারেনি; বরং প্রতিভা দিয়ে সে দেশের মানুষের হৃদয় জয় করেছে। তার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সোহানের উন্নত প্রশিক্ষণ ও ভবিষ্যৎ গড়ে ওঠার ব্যবস্থা করা হয়েছে।
সাক্ষাৎ শেষে সোহানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে তাকে ফুটবল উপহার দেন উপদেষ্টা।
উপদেষ্টার উদ্যোগে সোহানের পরিবার ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, সঠিক প্রশিক্ষণ পেলে একদিন জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে ছোট্ট ফুটবল প্রতিভা সোহানকে।




