‘গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায়’ সহযোগিতা বাড়াতে রাশিয়ার প্রতি ইরানের আহ্বান

অনলাইন ডেস্ক: গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো রক্ষার জন্য নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইরান। সোমবার (১৭ নভেম্বর) বার্তা সংস্থা তাস জানিয়েছে, রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে এক বৈঠকে ইরানি প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এ আহ্বান জানিয়েছেন।

আরেফ বলেন, ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য নিরাপত্তার ক্ষেত্রে আমাদের সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন। আমরা আশা করি রাশিয়ান পক্ষও এই বিষয়ে মনোযোগ দেবে। ইরানি সংস্থাগুলো বর্তমানে আমাদের সমস্ত চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত করার জন্য কাজ করছে।’

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ২০২৬ সালের ১৬-১৮ ফেব্রুয়ারি ইরানে তেহরান-মস্কো আন্তঃসরকার বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিশনের বৈঠক আয়োজনের প্রস্তাব করেন। পূর্ববর্তী বৈঠকটি ২০২৫ সালের ২৩-২৫ এপ্রিল মস্কোতে অনুষ্ঠিত হয়েছিল।

চলতি বছরের ১৭ জানুয়ারি ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেন।

২১ এপ্রিল রুশ নেতা চুক্তিটি অনুমোদন করেন এবং ২১ মে ইরানি সংসদ এটি অনুমোদন দেয়। এর আওতায় রাশিয়া বা ইরানের ওপর আক্রমণের ক্ষেত্রে আক্রমণকারীদের সমর্থন না করার জন্য দুই দেশ সম্মত হয়। তবে চুক্তিতে কোনো পক্ষের ওপর সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে সামরিক সহায়তার কথা বলা হয়নি।

Related Articles

Back to top button