হাসপাতাল ছাড়লেও ঘাড়ের চোটে অনিশ্চিত গিল, দুশ্চিন্তায় ভারত

অনলাইন ডেস্ক: কলকাতার ইডেনে তিন দিনেই পরিসমাপ্তি টেস্টের। তবে এখানেই থেমে নেই গল্প। ম্যাচ শেষ হলেও শহর ছাড়ছে না ভারত বা দক্ষিণ আফ্রিকা—টেস্টের নির্ধারিত পঞ্চম দিনে, অর্থাৎ মঙ্গলবার(১১ নভেম্বর) ভারতীয়দের অনুশীলন সেশন ঠিক হয়ে আছে ইডেনেই। কিন্তু সেখানে শুভমান গিলের উপস্থিতি প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে।

টেস্টের মাঝপথে ঘাড়ের সমস্যায় মাঠ ছাড়তে বাধ্য হওয়া গিল হাসপাতাল থেকে ফিরেছেন টিম হোটেলে। তবে স্বস্তি এখনও পুরো নয়। সামনে গুয়াহাটি টেস্ট—আর সেই ম্যাচে অধিনায়ককে পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কা কাটছে না দলের ভেতরে।

বুধবার সকালে গুয়াহতিগামী হবে ভারতীয় শিবির। কিন্তু সতীর্থদের সঙ্গে গিলের যাওয়া নিয়েও বড় প্রশ্ন। ঘাড়ের ইনজুরিতে সাধারণত বাণিজ্যিক ফ্লাইটে না ওঠারই পরামর্শ থাকে, ফলে তার সফর নিয়েও অনিশ্চয়তা বাড়ছে।

এই অনুপস্থিতিরই বড় মূল্য দিতে হয়েছে ভারতকে কলকাতায়। দ্বিতীয় দিনের শুরুতেই মাত্র তিন বলের মাথায় মাঠ ছাড়েন অধিনায়ক গিল। এরপর আর কোনো ইনিংসেই তাকে ব্যাট হাতে নামতে দেখা যায়নি। প্রথম ইনিংসে ১৮৯ রানে ৩০ রানের লিড পেলেও, শেষ ইনিংসে ১২৪ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ভারত গুটিয়ে যায় মাত্র ৩০ রানে।

ম্যাচের পর কোচ গৌতাম গাম্ভির স্পষ্টই বলেছেন—গিলের অনুপস্থিতি ব্যাটিংয়ে বড় ক্ষতি করেছে। তবে গুয়াহাটিতে তাকে পাওয়া যাবে কি না, সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারেননি তিনিও। শুধু জানিয়েছেন, নিয়মিত পরীক্ষা-নীরিক্ষার পরই জানা যাবে চূড়ান্ত অবস্থাটা কী।

গিল যদি শেষ পর্যন্ত মাঠে নামতে না পারেন, তবে ভারতকে নেতৃত্ব দেবেন রিশাভ পান্ত। একাদশে জায়গা পেতে পারেন সাই সুদার্শন; কলকাতায় বাদ পড়ায় যাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সুযোগ মিলতে পারে দেবদূত পাডিক্কালকেও।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষেও ঘাড়ের চোটেই খেলতে পারেননি গিল।

Related Articles

Back to top button