এপস্টেইন ফাইল নিয়ে ভোটের আগে ট্রাম্প-টেলর বিবাদ তুঙ্গে

অনলাইন ডেস্ক: কুখ্যাত যৌন নিপীড়নকারী ধনকুবের জেফরি এপস্টেইনের ফাইল প্রকাশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ভোটের আগে প্রেসিডেন্ট ডোনালদ ট্রাম্প ও তার দীর্ঘদিনের মিত্র রিপাবলিকান কংগ্রেস সদস্য মারজোরি টেলর গ্রিনের বিবাদ প্রকাশ্যেই তুঙ্গে উঠেছে।
এর ফলে ট্রাম্পের সঙ্গে তারই গোড়া সমর্থক টেলর গ্রিনের সম্পর্ক ভেঙে পড়ার ইঙ্গিত মিলছে। শুক্রবার (১৪ নভেম্বর) ট্রাম্প স্যোশাল মিডিয়া পোস্টে গ্রিনকে ‘ক্ষ্যাপাটে’ বলে উল্লেখ করেন এবং তাকে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে পদচ্যুত করা উচিত বলে মন্তব্য করেন। এরপর শনিবার গ্রিনকে ‘দেশদ্রোহী’ বলেও আখ্যা দেন ট্রাম্প।
সম্প্রতি কয়েকদিনে গ্রিন প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছিলেন, ট্রাম্প এখনও আমেরিকাকে সর্বাগ্রে রাখছেন কি না। আর জেফরি এপস্টেইন ফাইলের বিষয়টি সামাল দেওয়া নিয়েও তিনি ট্রাম্পের সমালোচনা করেন। এপস্টেইনের ফাইলগুলো মার্কিন বিচার বিভাগকে জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদে (হাউজ) ভোট হওয়ার কথা রয়েছে আগামী সপ্তাহে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ভোট হতে পারে মঙ্গলবারেই। এমন সময়েই গ্রিনের সঙ্গে ট্রাম্পের এমন তিক্ত বিবাদ সামনে এল।
গত শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘পাগলাটে মারজোরিকে আমি যা করতে দেখি—তা হল অভিযোগ, অভিযোগ আর অভিযোগ!’ ট্রাম্প দাবি করেন, গ্রিন তার ওপর ক্ষুব্ধ হয়েছেন। কারণ, তিনি গ্রিনকে নিজ রাজ্য জর্জিয়ায় গভর্নর বা সিনেটর পদে না দাঁড়াতে পরামর্শ দিয়েছিলেন।
ট্রাম্প বলেন, ‘অনেকেকে তিনি (গ্রিন) বলেছেন, আমি তার ফোন ধরি না বলে তার মন খারাপ। আমি তো প্রতিদিন একটা পাগলের ফোনকল ধরতে পারি না।’ ট্রাম্প আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে গ্রিনকে চ্যালেঞ্জ করে দাঁড়ানো যে কোনো রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এবং লিখেছেন, ‘মারজোরি টেলর গ্রিন আমাদের গ্রেট রিপাবলিকান পার্টির জন্য অসম্মানজনক।’
গ্রিন বেশ কিছুদিন ধরেই ভোটারদের ব্যয় কমানোর জন্য ট্রাম্প যথেষ্ট ব্যবস্থা নিচ্ছেন না, বিদেশে লড়াই-সংঘাত নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত এবং তাঁর শুল্ক নীতি নিয়ে সমালোচনা করে আসছেন। তবে ট্রাম্পের এপস্টেইন ফাইল পরিচালনা নিয়েই গ্রিন সবচেয়ে বেশি সমালোচনায় সোচ্চার হয়েছেন।
সূত্র: বিবিসি




