ওয়াজ মাহফিলে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় ২ মাদ্রাসা শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসার দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছড়ারকুল থেকে দুইশ গজ উত্তরে ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র ফখরুল ইসলাম (১৪) ও কাউছার হোসেন (১১)। এদের মধ্যে ফখরুল ইসলাম মাদ্রাসাটির কিতাব বিভাগের ৭ম শ্রেণি ও কাউছার হোসেন ৫ম শ্রেণিতে পড়তো।

আহতরা হলো, কুড়িগ্রাম জেলার আরমান হোসেন ও মিরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকার মোসলিম উদ্দিন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদ্রাসার কয়েকজন ছাত্র মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে মায়ানী ইউনিয়নের কাজীরহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিল। এসময় একটি মোটরসাইকেলকে চাপ দেয় একটি ট্রাক। এরপর মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা ছাত্রদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই ছাত্র নিহত হয় ও আহত হয় আরও দুইজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বড়তাকিয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চমেক পাঠানো হয়।

কুমিরা হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জাকির রাব্বানী জানান, মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। আরও দুইজন আহত হয়েছে। মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button