দেশ ও জাতীয় স্বার্থে জোটবদ্ধ নির্বাচনের পথও খোলা: আখতার

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের সক্ষমতায় এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে জাতীয় স্বার্থে ও বাংলাদেশকে নতুনভাবে এগিয়ে নিতে যদি জোট নির্ভর নির্বাচনে যেতে হয়, সেই পথও খোলা রেখেছে এনসিপি।

গতকাল বুধবার (১২ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নানা বিষয়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাইনি। এককভাবে নির্বাচনের প্রস্তুতিতে কোনো কমতি রাখিনি। প্রয়োজনে জোটগতভাবেও অংশ নিতে পারি।

তিনি জানান, আসন্ন নির্বাচনের জন্য ইতোমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রার্থীদের জীবনবৃত্তান্ত আহ্বান করেছে। বিভিন্ন এলাকা থেকে একাধিক যোগ্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যাচাইবাছাই শেষে দ্রুত প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।

জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে আখতার হোসেন বলেন, জুলাই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর বাস্তবায়নের আদেশ সঠিকভাবে জারি করা। সরকার যদি তা সঠিকভাবে জারি করে, তাহলে এর মাধ্যমে বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব। অন্যথায় গণভোটও টেকসই সমাধান দিতে পারবে না।

তিনি আরও বলেন, আমরা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন জনগণের সামনে তুলে ধরছি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করে জনগণের প্রকৃত সেবাদায়ক প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা নিয়েছি। মানবিক মর্যাদার বাংলাদেশই আমাদের লক্ষ্য।

উত্তরাঞ্চলের মানুষের বৈষম্য প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, উত্তরের মানুষ নানাভাবে বৈষম্যের শিকার হয়েছে। আমরা চাই, এ অঞ্চলের মানুষ আত্মনির্ভরশীল হোক। ন্যায্য হক আদায়ের লড়াইয়ে আমরা জনগণের পাশে আছি।

Related Articles

Back to top button