আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না— ইসির কাছে গণ অধিকার পরিষদের দাবি

অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশগ্রহণ করতে না পারেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে যথাযথ পদক্ষেপ চেয়েছে গণ অধিকার পরিষদ।

দলটি আরও দাবি করেছে, ইসির কোনো সংলাপে যেন “আওয়ামী লীগের দোসর” জাতীয় পার্টি ও ১৪ দলকে ডাকা না হয়।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি জমা দেয় দলটির প্রতিনিধি দল।

এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ অন্যান্য নেতারা।

স্মারকলিপিতে গণ অধিকার পরিষদ উল্লেখ করেছে, ‘গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাঁদের অংশগ্রহণের সুযোগ দিলে নির্বাচন কমিশনের হাত ধরেই আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং পালিয়ে থাকা সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারণার নামে রাজপথে অরাজকতা সৃষ্টি করবে।’

দলটি আরও বলেছে, ‘বিগত ১৬ বছরে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে বিপুল অর্থসম্পদ অর্জন করেছেন। তাই যদি তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন, তবে অর্থ ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন।’

গণ অধিকার পরিষদ দাবি করেছে, ‘যারা ২০২৪ সালের তথাকথিত ডামি নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বৈধতা দিয়েছে, তাদের কোনো সংলাপে ডাকা উচিত নয়। জাতীয় ঐক্যমত কমিশন যে দলগুলোকে আলোচনায় রেখেছে, কেবল তাদের নিয়েই ইসির সংলাপ করা উচিত।’

ইসির কাছে দুটি নির্দিষ্ট দাবি

১️ আওয়ামী লীগের কোনো নেতা–কর্মী যাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে ইসির কঠোর পদক্ষেপ নেওয়া।
২️ জাতীয় পার্টি ও ১৪ দলকে নির্বাচন কমিশনের কোনো সংলাপে না ডাকা।

দলটির মতে, এসব পদক্ষেপ নিলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত পরিবেশে অনুষ্ঠিত হতে পারবে।

Related Articles

Back to top button