রাজনৈতিক আলোচনায় বসতে পারে বাংলাদেশ-ক‌সো‌ভো

অনলাইন ডেস্ক: ইউরোপের বলকান অঞ্চলের দেশ কসোভোতে বাংলাদেশের নতুন অনাবাসিক রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইনকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র ও প্রবাসী উপমন্ত্রী ক্রেশনিক আহমেতি।

আহমেতি দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রগুলোতে সহযোগিতা জোরদার করতে কসোভোর আগ্রহ প্রকাশ করেন। তিনি বিশেষ করে অর্থনৈতিক কূটনীতি এবং উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বাড়ানোর কথা বলেন।

গতকাল বুধবার (১২ নভেম্বর) কসোভোর পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানায়।

সভায় শিক্ষাক্ষেত্রে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। তারা কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক স্তরে সহযোগিতা জোরদার করার সম্ভাবনার পাশাপাশি কসোভো ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় রাজনৈতিক আলোচনা সভার প্রস্তুতি নিয়েও আলোচনা করেছে, যা ২০২৫ সালের শেষে প্রিষ্টিনায় অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়।

Related Articles

Back to top button