বৃহস্পতিবার খোলা থাকবে শপিংমল ও দোকান, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা সহ সারাদেশে সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বুধবার (১২ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়মিত কার্যক্রম চালাবে। তবে একই দিনে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এ কারণে বিভিন্ন স্থানে বাস ও গাড়িতে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, রাজধানীতে জনসাধারণের নিরাপত্তার জন্য ইতিমধ্যেই ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি নাগরিকদের অনুরোধ করেছেন, অচেনা কাউকে আশ্রয় দেবেন না এবং সন্দেহজনক কেউ দেখা দিলে পুলিশকে জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমও জানিয়েছেন, সরকারের সতর্ক অবস্থান রয়েছে এবং কোনো ধরনের সন্ত্রাস কার্যক্রমকে বরদাস্ত করা হবে না। বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে, যাতে লকডাউন কর্মসূচি ঘিরে কোনো নাশকতা না ঘটতে পারে।

প্রকাশ্য হুঁশিয়ারিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করা হবে, কেউ ছাড় পাবেন না।

Related Articles

Back to top button