হাসপাতালে ফারুক, হার্টে পরানো হয়েছে রিং

অনলাইন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফারুক আহমেদ। হঠাৎ অসুস্থতা অনুভব করলে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বিসিবি সূত্রে জানা গেছে, হার্টে ব্লক ধরা পড়ায় সন্ধ্যায় হার্টে রিং পড়ানো হয়েছে তার।

বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে আছেন ফারুক। শারিরীক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে তার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালই স্থানান্তর করা হতে পারে কেবিনে।

ঢাকার পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ফারুক আহমেদ।

গত বছর পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর বিসিবির সভাপতির পদে বসেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক। কিন্তু গত মে মাসে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।

এরপর অক্টোবরে বিসিবির পরিচালক পদে নির্বাচিত হলে সহ-সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে তাকে।

Related Articles

Back to top button