ক্যামেরার সামনে কেন গম্ভীর আরিয়ান খান

অনলাইন ডেস্ক: আরিয়ান খানকে নিয়ে আগ্রহের শেষ নেই নেটিজেনদের। বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় সন্তান হওয়ায় সবসময় শাহরুখপ্রেমীদের ভালোবাসার মধ্যমণি ছিলেন আরিয়ান। কিন্তু বরাবই খুবই গম্ভীর স্বভাবের আরিয়ান মিডিয়ার সামনে এসেছে খুবই কম। কদাচিৎ তার হাসির এক ঝলক দেখা গেলে তা নিয়ে রীতিমত মাতামাতি করেছে শাহরুখ ভক্তরা।

এরই মাঝে ডিরেক্টর হিসেবে নাম লিখেয়েছেন আরিয়ান খান, চলতি বছর তার পরিচালনায় মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’।

ওয়েব সিরিজের প্রচারণা অনুষ্ঠানগুলোতেও দেখা গেছে গম্ভীর আরিয়ানকে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে, কেন সবসময় গম্ভীর হয়ে থাকেন তিনি?

এ প্রসঙ্গে সিরিজটির অভিনেত্রী মোনা সিং বলেন, ‘আমরা এক বিশেষ প্রদর্শনীতে খুব চেষ্টা করেছিলাম, ও যেন ক্যামেরার সামনে একটু হাসে। কিন্তু আরিয়ান হাসেনি। এটা পুরোপুরি ওর নিজের সিদ্ধান্ত। সম্ভবত সে ক্যামেরার সামনে নিজের একটি নির্দিষ্ট ভাবমূর্তি তৈরি করতে চায়।’

মোনার মতে, শুটিং সেটে একদমই ভিন্ন মানুষ আরিয়ান খান। বলেন, ‘ও খুব হাসিখুশি, প্রাণবন্ত। সবার সঙ্গে মজা করে, হাসাহাসি করে সময় কাটায়। সেটে যেন সবাই স্বচ্ছন্দে কাজ করতে পারে, সেটা সবসময় নিশ্চিত করে।’

মোনা আরও জানান, অভিনয়ের সময় আরিয়ান নিজের চরিত্রগুলো খুব মনোযোগ দিয়ে তৈরি করেন এবং সহ-অভিনেতাদেরও অনুপ্রাণিত করেন।

উল্লেখ্য, ‘দ্য ব্যাডস অফ বলিউড’ হলো আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ। এতে অভিনয় করেছেন মোনা সিং, ববি দেওল, মনোজ পাহওয়া, লক্ষ্য ও রাঘব জুয়েলসহ আরও অনেকে।

Related Articles

Back to top button