মঞ্জুরুলের বিরুদ্ধে জাহানারার অভিযোগ: বিসিবির তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক: সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল শনিবার (৮ নভেম্বর) রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন—বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটি নারী দলের ভেতরে ঘটে যাওয়া কথিত অসদাচরণ ও যৌন হয়রানির অভিযোগের বিষয়টি বিস্তারিত তদন্ত করে বিসিবির কাছে প্রতিবেদন জমা দেবে।

তদন্ত শেষে কমিটির সুপারিশ জমা দেওয়ার পর সেই অনুযায়ী বোর্ড পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানিয়েছে বিসিবি।

Related Articles

Back to top button