আবারও নিষেধাজ্ঞায় সুয়ারেস, বিপাকে ইন্টার মায়ামি

অনলাইন ডেস্ক: ন্যাশভিলের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে বড় ধাক্কায় পড়েছে ইন্টার মায়ামি। নিষেধাজ্ঞার কারণে প্লে-অফের তৃতীয় রাউন্ডে মাঠে নামতে পারবেন না দলের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেস।
বাংলাদেশ সময় রোববার (৫ নভেম্বর) সকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় ‘অফ দ্য বল’ এক ঘটনার জেরে উরুগুয়ের এই ফরোয়ার্ডকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে মেজর লিগ সকারের (এমএলএস) ডিসিপ্লিনারি কমিটি। ম্যাচের ৭১তম মিনিটে ন্যাশভিলের ডিফেন্ডার অ্যান্ডি নোহারকে লাথি মারেন সুয়ারেস।
ঘটনার সময় রেফারি কোনো ফাউল বা কার্ড দেখাননি। তবে নিয়ম অনুযায়ী, ম্যাচ শেষে ভিডিও পর্যালোচনায় অপরাধ ধরা পড়লে এমএলএস শৃঙ্খলা কমিটি শাস্তি দিতে পারে। সে সূত্রেই এই নিষেধাজ্ঞা।
সেই ম্যাচে ২-১ গোলে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরায় ন্যাশভিল। প্রথম ম্যাচে ৩-১ গোলে জিতেছিল ইন্টার মায়ামি। ফলে গত শনিবারের তৃতীয় ও নির্ধারণী ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই মেসি-সুয়ারেসদের দলের।
লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই তারকার মাঠে আচরণ নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। প্রতিপক্ষকে কামড়ানোর ঘটনায় তিনবার নিষিদ্ধ হয়েছিলেন তিনি। বর্ণবাদী মন্তব্যের অভিযোগেও একবার শাস্তি পেয়েছিলেন সুয়ারেস।
গত সেপ্টেম্বরে লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের এক খেলোয়াড়ের দিকে থুতু দেওয়ার ঘটনায়ও তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। সেই ম্যাচেই ৩-০ ব্যবধানে হেরে যায় মেসি-সুয়ারেসের ইন্টার মায়ামি।




