এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি

অনলাইন ডেস্ক: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) আজিজুর রহমান রিজভীকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। বুধবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিজভীর বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাওয়া গেছে, যা সংগঠনের নীতিবিরুদ্ধ আচরণ হিসেবে বিবেচিত হয়েছে। এ কারণে তাকে দলের সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার লিখিত ব্যাখ্যা তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে দাখিল করতে বলা হয়েছে।

Related Articles

Back to top button