সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন দেখা যাবে আজ

অনলাইন ডেস্ক: চলতি বছরের শেষভাগে আকাশে উৎসবের আমেজ, কারণ বুধবার (৫ নভেম্বর) সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে। চলতি বছরে তিনটি পরপর সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়টি।

সোমবার (৩ নভেম্বর) দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এই রাতে আকাশে জ্বলে উঠবে সুপারমুন, অন্যদিকে ইউরোপবাসী উদযাপন করবে ‘বনফায়ার নাইট’, ফলে রাতটি আলো আর রঙের দারুণ মেলবন্ধন হবে।

এই প্রাকৃতিক দৃশ্যটি দেখতে চাইলে পৃথিবীবাসীকে আবহাওয়ার পূর্বাভাসের ওপর নজর রাখতে হবে, কারণ কোথায় আকাশ সবচেয়ে পরিষ্কার থাকবে, তা জানা গেলেই চাঁদ দেখার জন্য সেরা জায়গা বেছে নিতে সুবিধা হবে।

এই চাঁদকে ‘সুপারমুন’ বলা হয় তার কারণ হলো, চাঁদের কক্ষপথ কিছুটা ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার, ফলে চাঁদ সবসময় পৃথিবী থেকে সমান দূরত্বে থাকে না। চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে, সেই অবস্থাকে বলে ‘পেরিজি’। এ সময় পৃথিবী থেকে প্রায় দুই লাখ ২০ হাজার মাইল দূরে থাকে চাঁদ। আর চাঁদ যদি পূর্ণিমার সময় পৃথিবীর সবচেয়ে কাছে থাকে বা পেরিজির ৯০ শতাংশ কাছাকাছি থাকে, তখন তাকে ‘সুপারমুন’ বলে। এ সময় আকাশে চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল দেখায়।

আবার এই পূর্ণিমাকে ‘বিভার মুন’ও বলা হয়। প্রকৃতি ও আবহাওয়ার সঙ্গে মিলিয়ে প্রতিটি মাসের পূর্ণিমারই নামকরণ করেন বিজ্ঞানীরা এবং নভেম্বরের এ সময়ে বিভাররা সবচেয়ে বেশি সক্রিয় থাকে— নিজেদের বাঁধ তৈরি ও শীতের জন্য খাদ্য সংরক্ষণ করে তারা—ফলে এই পূর্ণিমার সঙ্গে তাদের কার্যকলাপ মিলিয়ে এ নামটি এসেছে। চলতি বছরের শেষ সুপারমুনের দেখা মিলবে আগামী ৪ ডিসেম্বর।

সূত্র: দ্য গার্ডিয়ান

Related Articles

Back to top button