এল ক্লাসিকো জিতেও রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে বিষাদের ছায়া

অনলাইন ডেস্ক: এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২–১ গোলে হারিয়ে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই জয়ের আনন্দ ম্লান হয়ে গেছে দলের ভেতরের অশান্তিতে। ম্যাচ শেষে রিয়ালের ড্রেসিংরুমে দেখা গেছে উত্তেজনাপূর্ণ পরিবেশ। কারণ, কোচ আলোনসোর সঙ্গে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের তর্ক সবাইকে অবাক করেছে।
৭২ মিনিটে ভিনিসিউসকে বদলি করে মাঠ থেকে তোলেন আলোনসো। তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ব্রাজিলিয়ান তারকা। আলোনসো ম্যাচ শেষে বলেন, ‘ভিনির আচরণ নিয়ে আমি ওর সঙ্গে আলাদাভাবে কথা বলব।’
ভিনিসিউস এরপর আরও বিতর্ক তৈরি করেন। মাঠ ছাড়ার সময় সতীর্থ রদ্রিগোর সঙ্গে হাত মেলালেও, আলোনসোর সহকারী সেবাস পারিইয়াকে বলেন, ‘আমি চলে গেলে যদি দলের ভালো হয়, তাহলে আমি দল ছাড়ছি।’ এরপর তিনি সরাসরি চলে যান ড্রেসিংরুমে।

ল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারানোর পর রিয়াল মাদ্রিদের ভিনিসিউস ও কোচ আলোনসো
ম্যাচের এমন উত্তপ্ত পরিস্থিতি রিয়াল মাদ্রিদের জয়ের আনন্দকে অনেকটাই ঢেকে দিয়েছে। এখন প্রশ্ন—ভিনি কি রাগের মাথায় এমন কথা বলেছেন, নাকি সত্যিই দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন?
তবে কোচ আলোনসো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভিনিসিউসের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। সঙ্গে জানিয়েছেন, দলের শৃঙ্খলা বজায় রাখতে তিনি ভিনির সঙ্গে শান্ত পরিবেশে আলোচনা করবেন।




