ওয়ানডেতে সম্পূর্ণ ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত অবদান

ইংল্যান্ডের পক্ষে হ্যারি ব্রুক, বাংলাদেশের কে?
অনলাইন ডেস্ক: নিউজিল্যৈান্ডের বিপক্ষে যখন একপাশে একের পর এক আউট হচ্ছেন অন্যদিকে সেই একই বোলারকে শাষন করছিলেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। ৩৫ ওভার ২ বলে শেষ ব্যাটার হিসেবে যখন ব্রুক আউট হন তখন দলের রান ২২৩। এরমধ্যে ১৩৫ রান করে মোট রানে ৬০.৫৩ শতাংশ অবদান রেখে ইংলিশ ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে সম্পূর্ণ ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত অবদান রাখা ব্যাটার হয়ে গেলেন তিনি।
যদিও সর্বোচ্চ ব্যক্তিগত অবদান রাখা ব্যাটারের তালিকায় তিনি ১২ নাম্বার। এই তালিকায় শীর্ষস্থান দখল করে আছেন ক্যারিবীয় ব্যাটার ভিভ রিচার্ডস। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ করে ২৭২ রান। যারমধ্যে ভিভ রিচার্ডস একাই ১৮৯ রান করে মোট দলীয় রানে ৬৯.৪৮ শতাংশ অবদান রাখেন।
এরপর আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। মাত্র ৯৪ রান করেই মোট দলীয় রানে ৬৬.৬৬ শতাংশ অবদান রাখেন তিনি। কেননা ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়া সেদিন করতে পেরেছিল মাত্র ১৪৪ রান। এই তালিকায় ৩ নাম্বারে আছেন ৬৫.৭৮ শতাংশ অবদান রেখে কপিল দেব। তার ক্যারিয়ার সেরা ১৭৫ রান করা এই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ভারত করতে পেরেছিল ২৬৬ রান।
এই তালিকায় ৩০ নাম্বারে রয়েছে এক টাইগার ব্যাটার। তিনি টাইগার ওপেনার সৌম্য সরকার। ২০২৩ সালে সেদিন নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬৯ রানের মারকাটি ইনিংস খেলেন তিনি। নেলসনে সেদিন বাংলাদেশ করে ২৯১ রান। ম্যাচে সৌম্যের অবদান ছিল ৫৮.০৭ শতাংশ। তার এই ইনিংসের পরেও বাংলাদেশ জিততে পারেনি। নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়ে টাইগারদের দেওয়া ২৯২ রানের লক্ষ্য পেরিয়ে যায়।




