মিয়ানমার সীমান্ত থেকে আসা গুলিতে আহত বাংলাদেশি নারী, উদ্ধার তাজা গুলিও

অনলাইন ডেস্ক: গতকাল শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছি ব্রিজ এলাকায় মিয়ানমার রাখাইন সীমান্ত থেকে আসা গুলিতে বাংলাদেশি এক নারী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা একটি তাজা গুলি উদ্ধার করেছেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করে সীমান্তের ওপার থেকে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। এ সময় ছেনুয়ারা বেগম নামের এক নারী বাড়ির ওঠান দিয়ে হাঁটাহাঁটি করার সময় গুলিবিদ্ধ হন। তাকে পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী মোস্তাক আহমেদ বলেন, তার কম্পিউটার দোকানের টিনেও গুলির ছিদ্র দেখা গেছে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে একটি তাজা গুলি উদ্ধার করেন।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদে আনোয়ারী বলেন, সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন জানিয়েছেন, আহত নারীর বিষয়ে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button