মোবাইল অ্যাপে পদ্মা সেতুর টোল আদায় শুরু

অনলাইন ডেস্ক: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুতে চালু হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর ও ক্যাশলেস ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। এ ব্যবস্থা চালুর ফলে এখন বিকাশ, ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপ ও মিডল্যান্ড ব্যাংকের অ্যাপ ব্যবহার করে পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে।
ভবিষ্যতে আরও কয়েকটি অর্থনৈতিক সেবাদানকারী প্রতিষ্ঠানের অ্যাপ এ সেবার আওতায় যুক্ত হবে এবং সে লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই কাজ করছে বলে জানানো হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপের মাধ্যমে পদ্মা সেতুতে ইটিসি সিস্টেমের লাইভ পাইলটিং কার্যক্রম শুরু হয়। এরপর ধীরে ধীরে এ সেবার পরিসর বৃদ্ধি করা হয়। এরই মধ্যে ইটিসি সিস্টেমের মাধ্যমে মোট এক হাজার ৮১৪টি যানবাহন পারাপার হয়েছে এবং ৩৪ লাখ ৯১ হাজার ৭০০ টাকা টোল আদায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনায় ইটিসি সিস্টেম বাস্তবায়ন করা হয়েছে। তারা বলছে, পদ্মা সেতুতে ইটিসি ব্যবস্থা চালু হওয়া দেশের টোল ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এতে সময়, জ্বালানি ও মানবসম্পদের অপচয় কমবে। এ উদ্যোগের মাধ্যমে টোল আদায় প্রক্রিয়া ডিজিটাল ব্যবস্থার আওতায় এসেছে এবং আরও দ্রুত ও স্বচ্ছ হয়েছে বলেও দাবি করেছে সেতু কর্তৃপক্ষ।