মেসির ভারত সফরসঙ্গী সুয়ারেজ-ডি পল, আসতে পারেন নেইমারও

অনলাইন ডেস্ক: এক যুগ পর আবারও ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন লিওনেল মেসি। ডিসেম্বর মাসে এই কিংবদন্তি ফুটবলার তিন দিনের সফরে আসবেন ভারতে। সফরের প্রথম গন্তব্য হবে কলকাতা। আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় পৌঁছাবেন আর্জেন্টাইন অধিনায়ক, সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন মেসি নিজেই।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মেসির সঙ্গে তার প্রিয় দুই সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল থাকছেন। আয়োজকরা এখন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকেও সফরে যুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি তা সফল হয়, তবে ফুটবলপ্রেমীরা আবারও দেখতে পাবেন কিংবদন্তি ‘এমএসএন’ ত্রয়ীর পুনর্মিলন। ইতিমধ্যেই লুইস সুয়ারেজ মেসির সফরে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে নেইমারের অংশগ্রহণ নিয়ে এখনো আলোচনা চলছে। আয়োজকরা জানিয়েছে, মেসির তিন দিনের সফর শুরু হবে ১৩ ডিসেম্বর কলকাতায়, এরপর ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং ১৫ ডিসেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম পরিদর্শন করবেন তিনি।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, মেসির বর্তমান ক্লাব ইন্টার মিয়ামি ও সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ তার সফরে অংশ নেবেন বলে প্রায় নিশ্চিত। এছাড়া মেসির জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পলও এই সফরে উপস্থিত থাকবেন। আয়োজক সূত্র জানিয়েছে, ‘সুয়ারেজের উপস্থিতি নিশ্চিত। ডি পলেরও উপস্থিতি নিশ্চিত। তারা দুজনেই মেসির সঙ্গে ব্যক্তিগত জেটে করে মায়ামি থেকে দুবাই হয়ে কলকাতায় আসবেন এবং পুরো সফরে তার সঙ্গে থাকবেন।’

Messi-Suárez-Neymar, historic trident
অন্যদিকে আয়োজকরা এখন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে সফরের জন্য নিশ্চিত করার চেষ্টা করছেন। সূত্র মতে, নেইমারের ভারত সফর নিয়ে আলোচনা এখনো চলমান। এতে কিছুটা সময় লাগবে। আয়োজকরা প্রথমে পরিকল্পনা করেছিলেন মেসিকে চমকে দেওয়ার সুয়ারেজ ও নেইমার দুজনকেই সফরে যুক্ত করে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণ ত্রয়ী ‘এমএসএন’ (মেসি-নেইমার-সুয়ারেজ) বার্সেলোনার হয়ে ২০১৪/১৫ মৌসুমে ঐতিহাসিক ট্রেবল জিতেছিলেন।

তিন মৌসুমে তিন কিংবদন্তি একসঙ্গে খেলেছিলেন। কাতালানদের এনে দিয়েছিল দুটি লা লিগা, টানা তিনটি কোপা দেল রে, একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি উয়েফা সুপার কাপ এবং একটি ক্লাব বিশ্বকাপের শিরোপা। তাদের মধ্যে সমন্বয় ছিল ফুটবল ইতিহাসে অনন্য। তিন বছরে এই তিন তারকা মিলে করেছে ৩৬৪টি গোল এবং ১৭৪টি অ্যাসিস্ট যা এখনো পর্যন্ত ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম রেকর্ড।

Messi, Suarez, Neymar trident to strengthen in second Barcelona season – ESPN
দ্য ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, নেইমার জানুয়ারিতে তার বর্তমান ক্লাব সান্তোস ছাড়ার পর ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন। যদি সেটি বাস্তবে রূপান্তরিত হয় তাহলে মেসি, সুয়ারেজ ও নেইমারকে আবারও একসঙ্গে মাঠে দেখা যাবে। যা বিশ্ব ফুটবলের জন্য হবে এক ঐতিহাসিক মুহূর্ত। ভারতে মেসির আসন্ন সফর ঘিরে ইতিমধ্যেই তীব্র উন্মাদনা ছড়িয়ে পড়েছে। কলকাতা, মুম্বাই ও দিল্লি-এই তিন শহরই প্রস্তুত ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারার আগমন উদ্যাপনে। এবার হয়তো ভারতীয় মাটিতেই ফুটবল ভক্তরা দেখতে পাবেন মেসি-সুয়ারেজ জুটির জাদু, আর ভাগ্য ভালো হলে সেই জাদুর সঙ্গে যুক্ত হতে পারেন নেইমারও।

Related Articles

Back to top button