এক মঞ্চে দেখা মিলবে শাহরুখ, সালমান ও আমিরের

অনলাইন ডেস্ক: অনেকদিন ধরেই এক মঞ্চে দেখা যায় না বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে। বিভিন্ন অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে শাহরুখ, সালমানের দেখা মিললেও দেখা যায়না আমিরকে। তাই একসঙ্গে একমঞ্চে এই তিন সুপারস্টারকে দেখার ইচ্ছা ভক্তদের অনেক দিনের।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অবশেষে তাদের এই ইচ্ছা পুরণ হতে চলেছে, সৌদি আরবে একটি অনুষ্ঠানে এক মঞ্চে দেখা মিলবে বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও আমির খানের।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, শাহরুখ, সালমান ও আমির জয় ফোরামে একসঙ্গে অংশ নেবেন। আগামী ১৬ ও ১৭ অক্টোবর রিয়াদের এসইএফ অ্যারেনাতে দুই দিনব্যাপী এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে বলিউড সুপারস্টাররা শেষ দিন, অর্থাৎ ১৭ অক্টোবর একটি সেশনেই উপস্থিত থাকবেন।

সৌদি সরকারের কর্মকর্তা ও জেনারেল এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান তুর্কি আলালশিখ এ তথ্য নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তুর্কি আলালশিখ এক্সে লিখেছেন, আগামী ১৭ অক্টোবর শাহরুখ, সালমান ও আমির খান জয় ফোরামের এক ডায়ালগ সেশনে স্পিকার হিসেবে অংশ নেবেন।

এর আগে, সৌদি সরকারের একটি ওয়েবসাইট শুধু আমির খানের উপস্থিতি নিশ্চিত করা হয়েছিল। তখন ৭ অক্টোবরের কথা বলা হয়েছিল। কিন্তু ১০ অক্টোবর রাতে তুর্কি আলালশিখ তিন খানের উপস্থিত থাকার তথ্য নিশ্চিত করেন।

এর আগে, ২০১৯ সালে শাহরুখ খান জয় ফোরামে অংশ নিয়েছিলেন। তখন জাকি চ্যান ও চলচ্চিত্র পরিচালক জাঁ-ক্লড ভ্যান ড্যামের সঙ্গে তার সেলফি ভাইরাল হয়েছিল।

Related Articles

Back to top button