হ্যাটট্রিক সিরিজ হারের ম্যাচে লজ্জার রেকর্ড বাংলাদেশের

অনলাইন ডেস্ক: টানা দুই হারে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। শনিবার (১২ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৯০ রান সংগ্রহ করে আফগানরা। জবাবে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৮১ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে মেহেদী হাসান মিরাজের দল।

এই নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে টানা তিন সিরিজ হারলো বাংলাদেশ। ২০২৩ সালে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। গত বছর শারজাতেও একই ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া করেছে ফিল সিমন্সের শিষ্যরা।

হ্যাটট্রিক সিরিজ হারের ম্যাচে এক লজ্জার রেকর্ডও গড়েছে বাংলাদেশ। আবুধাবিতে এত কম রান তাড়া করতে নেমে হারেনি কোনো দলই। এর আগে ২০০৯ সালের এপ্রিলে এই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে ১৯৭ রান করেও জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

এর আগে প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আগামী ১৪ অক্টোবর সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

Related Articles

Back to top button