জরিমানা করায় হাইওয়ে পুলিশের ওপর হামলা, বাসচালকসহ আটক ৩

অনলাইন ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ পার্কিং ও যানজটের অভিযোগে একটি বাসের চালককে জরিমানা করায় হাইওয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে বাসচালক, সহকারী ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত বাসটিও জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা লেনে অবৈধ পার্কিং করে যাত্রী ওঠানোর কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এই বাসের চালক ইমাম পরিবহনের জাকির হোসেন সোহেল (৩৩), সহকারী মো. আরিফ মিয়া (৩৩) এবং স্থানীয় বাসিন্দা সোহাগ (২৫)।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আয়ুব আলী জানান, পুলিশ বাসচালককে গাড়ি সাইড করতে নির্দেশ দিলে তিনি এবং তার সহকারী ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা মিথ্যা অপবাদ দিয়ে পুলিশ কনস্টেবল আব্দুর রব (৪৫)কে এলোপাতাড়ি মারধর করে রাস্তার পাশে নিয়ে যায়। পরে স্থানীয়রা ও আরও কিছু ব্যক্তি কনস্টেবলকে মারধরে অংশ নেন। আহত কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বারিক জানান, এই ঘটনার পর থানায় মামলা হয়েছে এবং অভিযুক্তদেরকে আটক করা হয়েছে।

Related Articles

Back to top button